প্রকাশিত: Tue, Feb 7, 2023 5:43 PM
আপডেট: Tue, Apr 29, 2025 8:08 PM

রাজধানীতে আরো দুটি পদযাত্রা কর্মসূচী

হরতালের পরিকল্পনা নেই তবে জনগণ চাইলে হবে: মির্জা ফখরুল

সালেহ্ বিপ্লব: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন পর্যন্ত হরতালের কোনো পরিকল্পনা নেই। ভবিষ্যতে কী হবে, তা প্রয়োজনই বলে দেবে। জনগণই বলে দেবে। জনগণ যদি বলে হরতাল, চাকা বন্ধ- তাহলে হরতাল, চাকা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলনে আছি। আমরা বিশ্বাস করি শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়েই এই সরকারকে পদত্যাগে বাধ্য করা সম্ভব হবে। মঙ্গলবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা বলেন। 

তিনি বিএনপির কর্মসূচীর বিপরীতে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচী দেওয়ার কঠোর সমালোচনা করেন। ১১ ফেব্রুয়ারি বিএনপি ঘোষিত পদযাত্রার দিনে ক্ষমতাসীন দলের ইউনিয়ন পর্যায়ের কর্মসূচি প্রত্যাহার করার আহ্বান জানান ফখরুল। 

সংবাদ সম্মেলনে গ্যাস-বিদ্যুৎসহ দ্রব্যমূল্য কমানো এবং ১০ দফা দাবিতে রাজধানীতে দুই দিনের পদযাত্রা কর্মসূচী ঘোষণা কর হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ৯ ফেব্রুয়ারি গোপীবাগ মাঠ থেকে জাতীয় প্রেস ক্লাব এবং উত্তরের উদ্যোগে ১২ ফেব্রুয়ারি শ্যামলী ক্লাব মাঠ থেকে বছিলা সাতরাস্তার মোড় পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে। এর আগে গত ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীতে চার দিনের পদযাত্রার কর্মসূচি পালন করা হয়। 

মির্জা ফখরুল স্থায়ী কমিটির সিদ্ধান্তগুলো সংবাদ সম্মেলনে তুলে ধরেন। 

স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় তুরস্ক এবং সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ফলে ব্যাপক হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানানো হয়। 

সভায় গত ৪ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে অনুষ্ঠিত দশটি বিভাগীয় সমাবেশের পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করা হয়। সমাবেশগুলোকে নস্যাৎ করার জন্য পুলিশ বাহিনীর নির্যাতন ও গ্রেপ্তারের তীব্র নিন্দা জানানো হয়। অবিলম্বে নেতাকর্মীদের মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করা হয়।

সভায় মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি  করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার কাজে ব্যবহার না করারও আহ্বান জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটি। 

সভায় মূল্যস্ফীতি রোধ করতে না পারা, জনগণের মৌলিক চাহিদা মেটাতে না পারা এবং একইসঙ্গে গণতান্ত্রিক অধিকার হরণ করার কারণে সরকারের পদত্যাগ দাবি করা হয়। সম্পাদনা: খালিদ আহমেদ